প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুইদিনের কর্মসূচি ছাত্রদলের
৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।বৃহস্পতিবার সংগঠনটির পক্ষ থেকে ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে- ১ জানুয়ারি (শনিবার) প্রতিষ্ঠাবার্ষিকীর দিন সকাল ৯ টায়, ছাত্রদল কেন্দ্রীয় সংসদ কার্যালয়সহ দেশের সকল জেলা, মহানগর ও বিশ্ববিদ্যালয় ইউনিট কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা।ওইদিন সকাল ১০টায় ছাত্রদল কেন্দ্রীয় সংসদ কর্তৃক সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবে নেতাকর্মীরা। একইদিনে দুপুরে রাজধানীর মহানগর নাট্যমঞ্চে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের উদ্যোগে দিনব্যাপী ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হবে। পরদিন রবিবার প্রত্যেক জেলা, মহানগর ও বিশ্ববিদ্যালয় ইউনিটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে ছাত্র সমাবেশের আয়োজন করবে সংশ্লিষ্ট ইউনিটের নেতাকর্মীরা।ছাত্রদলের কেন্দ্রীয় ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল ঘোষিত কর্মসূচি যথাযথভাবে পালনের আহ্বান জানিয়েছেন।