আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ মঙ্গলবার, ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০শে এপ্রিল, ২০২৪ ইং, ২০শে শাওয়াল, ১৪৪৫ হিজরী
সর্বশেষঃ

বইছে শৈত্যপ্রবাহ, তাপমাত্রা নামল ৭ ডিগ্রিতে

ভোলার খবর ডেস্ক:
প্রকৃতিতে এখন পৌষের আধিপত্য। যদিও ডিসেম্বর শেষ হতে চললেও খুব একটা অনুভূত হচ্ছে না শীত। তবে, দেশের উত্তরাঞ্চল ও উত্তর পশ্চিমাঞ্চলে বইছে মৃদু ও মাঝারী শৈত্যপ্রবাহ। এ সময়ে সারা দেশেই কমবে তাপমাত্রা। এছাড়াও চলতি মাসের শেষ দিকে তাপমাত্রা আরো কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার চুয়াডাঙ্গায় থার্মোমিটারের পারদ নেমে এসেছে ৭ ডিগ্রি সেলসিয়াসে, এটাই সারা দেশে দিনের সর্বনিম্ন তাপমাত্রা। এছাড়া যশোরে ৭ দশমিক ৪ এবং তেঁতুলিয়ায় ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ঈশ্বরদী, রাজশাহী, বদলগাছী, রাজার হাট ও বরিশালেও তাপমাত্রা নেমেছে ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে। আবহাওয়া অফিস বলছে, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, নওগাঁ, পঞ্চগড়, কুড়িগ্রাম, যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা এবং বরিশাল অঞ্চলে মৃদু থেকে মাঝারী মাত্রার শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে এখন। আবহাওয়া অফিস থেকে আরো বলা হয়েছে, সোমবার থেকে দেশের কোথাও কোথাও তাপমাত্রা আরো কমতে পারে। আর এই অবস্থা থাকতে পারে টানা দুই দিন। আগামী বৃহস্পতিবার থেকে তাপমাত্রা স্বাভাবিক হতে পারে। বড় কোনো এলাকাজুড়ে সর্বনিম্ন তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে তাকে তীব্র শৈত্যপ্রবাহ হিসেবে ধরা হয়। আর তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রির মধ্যে থাকলে মাঝারি এবং তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলা হয়ে থাকে। সে হিসেবে দেশে সোমবারই আরো বেশ কিছু এলাকায় মৃদু শৈত্যপবাহ শুরু হতে পারে। আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন। আবহাওয়াবিদ আবদুল মান্নান বলছেন, সোমবার থেকেই কমতে শুরু করবে তাপমাত্রা। এর প্রভাবে রাজধানীর তাপমাত্রাও কিছুটা কমবে বলে জানিয়েছেন এ আবহাওয়াবিদ। আবহাওয়ার দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, ডিসেম্বর মাসে দেশের দক্ষিণ ও উত্তরপূর্বাঞ্চলে স্বাভাবিক অপেক্ষা বেশি এবং অবশিষ্টাংশে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। এ মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। তবে এটি বাংলাদেশ উপকূলে আসার সম্ভাবনা কম। দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে কমতে থাকবে, গড় তাপমাত্রা স্বাভাবিক থাকতে পারে। এ ছাড়া ডিসেম্বর মাসের শেষার্ধে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে এক থেকে দুটি মৃদু অর্থাৎ ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস অথবা মাঝারি অর্থাৎ ৮ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এ ছাড়া এই মাসে দেশের নদী অববাহিকায় ভোর থেকে সকাল পর্যন্ত হালকা বা মাঝারি ধরনের কুয়াশায় পড়তে পারে। এদিকে, শীত আসার সাথেসাথেই রাজধানীর মার্কেটগুলোতে সাজানো হয়েছে শীতের বাহারি সব পোশাক। ফুটপাতেও চলছে শীতের পোশাক বেচাকেনা।

ফেসবুকে লাইক দিন