পেলেকে টপকে সর্বোচ্চ গোলের নতুন ইতিহাস গড়লেন মেসি
উয়েফা চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের শেষ ম্যাচে ক্লাব বার্গকে ৪-১ গোলের বড় জয় পেয়েছে পিএসজি। আর এই ম্যাচে ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের সর্বোচ্চ গোলের রেকর্ড টপকে নতুন রেকর্ড গড়লেন আর্জেন্টিনা সুপারস্টার লিওনেল মেসি।এদিন লিওনেল মেসি জোড়া গোল করেন। প্রথম গোলটি ছিল সাবেক ব্রাজিল লিজেন্ড পেলের অফিশিয়াল গোল সংখ্যা স্পর্শ করার গোল। পেলে তার ক্যারিয়ারে অফিশিয়াল ৭৫৭টি গোল করেছেন।ম্যাচে মেসির প্রথম গোলটি ছিল ৭৫৭তম গোল এবং দ্বিতীয় গোলটির মাধ্যমে তিনি ছাড়িয়ে যান পেলেকেও। তবে এই তালিকায় সবচেয়ে উপরে আছেন ক্রিস্টিয়ানো রোনালদো, তার গোল সংখ্যা ৭৯৪ টি।এই ম্যাচে লিওনেল মেসি আরও একটি রেকর্ড করেন। ক্লাব বার্গ ছিল চ্যাম্পিয়নস লিগে মেসির ৩৮তম শিকার। প্রতিযোগিতায় মেসির চেয়ে বেশি প্রতিপক্ষের বিপক্ষে গোল করতে পারেনি আর কেউই।