ভোলার মনপুরা থানা মসজিদের ওজুখানা ও ব্যাডমিন্টন কোর্ট উদ্বোধন করলেন পুলিশ সুপার

ভোলার খবর ডেস্ক:
ভোলার মনপুরায় থানা জামে মসজিদের নবনির্মিত ওযু খানা উদ্বোধন করলেন নবাগত ভোলা জেলা পুলিশ সুপার (এসপি) মোঃ সাইফুল ইসলাম। এছাড়াও, তিনি পুলিশ সদস্যদের শীতকালীন খেলাধূলার জন্য পাকা ব্যাডমিন্টন কোর্ট উদ্বোধন করেন। বুধবার বিকেল ৪ টায় মনপুরায় থানা কমপ্লেক্সের মধ্যে জামে মসজিদের ওযুখানা ও সামনে পাকা ব্যাডমিন্টনের কোর্ট উদ্বোধন করেন। এই সময় ভোলা জেলা পুলিশ সুপারের সফর সঙ্গী ছিলেন লালমোহন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাসেলুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও আ’লীগ সভাপতি শেলিনা আকতার চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামীম মিঞা, মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদ আহমেদ সহ অন্য সকল পুলিশ সদস্যরা।