আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ শুক্রবার, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ ইং, ৯ই শাওয়াল, ১৪৪৫ হিজরী
সর্বশেষঃ

ভোলায় মাস ব্যাপী কুইজ প্রতিযোগীতার আয়োজন।

দিদার হোসেনঃ-

পৌরসভার অন্যতম প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে আয়োজন করা হয়েছে এক জমকালো শিক্ষা উৎসবের। শুক্রবার (১৯ নভেম্বর) বিকেলে ভোলার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ ও ৫ম শ্রেনীর শিক্ষার্থীদের নিয়ে প্রভাতি কুইজ শিরোনামে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দৈনিক ভোলার বাণীর সম্পাদক এম মাকসুদুর রহমান। তিনি বলেন, করোনা মহামারিতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের যে অপূরনীয় ক্ষতি হয়েছে তা পূরণে শিক্ষার্থী শিক্ষক ও অভিবাবকদের সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই।

অনুষ্ঠানে গেস্ট অব অনারের বক্তব্যে ফাতেমা খানম ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ বিল্লাল হোসেন জুয়েল বলেন, এই ধরনের উপ-আনুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের দূর্বলতা কাটিয়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করবে।
অনুষ্ঠানে প্রধান বিচারক হিসাবে উপস্থিত ছিলেন তৈয়বা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মোঃ রিয়াজ উদ্দিন। এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মোঃ ইমরান হোসেন,ব্যাবস্থানা সম্পাদক, দৈনিক ভোলার বানী,পরিদর্শক মনির আহাম্মেদ, দিদার হোসেন এবং ফুলকুঁড়ি আসরের সহকারি পরিচালক নাজিম উদ্দিন। পুরো অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শিশু সংগঠক জাবেদ মাহমুদ ফিরোজ। দীপাঞ্চল সমাজ কল্যাণ সংস্থা আয়োজিত অনুষ্ঠান বাস্তবায়নে সার্বিক সহযোগিতায় ছিল প্রভাতি শিক্ষালয়, জ্ঞানগৃহ, ও শিশু সংগঠন ফুলকুঁড়ি আসর।

এই অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ভোলার অন্যতম প্রিন্ট পত্রিকা ভোলার বাণী।

ফেসবুকে লাইক দিন