ভোলায় পৃথক অভিযানে ইয়াবা সুন্দরী সহ আটক -৫
ভোলায় পৃথক পৃথক অভিযানে অবৈধ মাদকদ্রব্য গাঁজা ও ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গত বুধ ও বৃহস্পতিবার বিভিন্ন সময়ে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করে।
জানা গেছে, বৃহস্পতিবার দুপুর পৌনে ৩টার দিকে ভোলা পৌরসভার ৫নং ওয়ার্ডে ডিবি এসআই (নি:) মোঃ নাফিউল ইসলামের নেতৃত্বে সঙ্গিয় ফোর্স সহকারে অভিযান পরিচালনা করে ২০ পিচ ইয়াবাসহ মোঃ আকবর হোসেন (৩৫), পিতা- মোঃ আঃ জলিল কে গ্রেফতার করা হয়।
এছাড়া বুধবার দিবাগত রাত দেড়টার দিকে সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের বাঘার হাওলা গ্রাম থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- আলেয়া বেগম, বিবি মরিয়ম (২২)। তারা একই এলাকার বাসিন্দা। ভোলা সদর মডেল থানার ওসি এনায়েত হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ইলিশা তদন্ত কেন্দ্রের এসআই (নিঃ) মোঃ ফরিদ সঙ্গীয় ফোর্স সহ তাদের বসত ঘরে অভিযান চালিয়ে ৬২৫ গ্রাম গাঁজা সহ তাদেরকে গ্রেফতার করেন।
তিনি আরো জানান, রাত ১১ টার দিকে ভোলা পৌরসভার ৬নং ওয়ার্ডের ইমাজিং হাউজ জনৈক আবুল কালাম মিয়ার ভাড়াটিয়া মাদক ব্যবসায়ী হরে কৃষ্ণ দত্ত (৩৪), পিতা মৃত কালী দাস দত্ত কে ২৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়। অন্যদিকে সন্ধ্যা ৭ টার দিকে বাপ্তা ইউনিয়নের দক্ষিণ চরনোয়াবাদ ৮নং ওয়ার্ডের জনৈক মোঃ শাহাজাদা সরর্দার এর বাড়ির সামনের পাকা রাস্তার উপর থেকে মাদক ব্যবসায়ী মোঃ মেহেদী (২৫), পিতা- মোঃ জিয়াউর রহমান কে ১০০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজা সহ গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে পৃথক মাদক দ্রব্য আইনে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।