আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ শুক্রবার, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ ইং, ৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরী
সর্বশেষঃ

প্রিলিমিনারিতে অংশ নিলেন ৩ লাখ ২১ হাজার প্রার্থী

অনলাইন ডেস্ক :

৪৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় এবার ৩ লাখ ২১ হাজার ৫৭২ জন প্রার্থী অংশ নিয়েছেন। আজ শুক্রবার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। পিএসসি সংশ্লিষ্ট সূত্র জানায়, এই বিসিএসে ৪ লাখ ৪২ হাজার ৮৩২ জন প্রার্থী আবেদন করেছিলেন। তবে আজ পরীক্ষায় অংশ নিয়েছেন ৩ লাখ ২১ হাজার প্রার্থী।

৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৮১৪ জন কর্মকর্তা নেওয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ৩০০ জন, পুলিশ ক্যাডারে ১০০ জন, পররাষ্ট্র ক্যাডারে ২৫ জন, শিক্ষা ক্যাডারের জন্য ৮৪৩ জন, অডিটে ৩৫ জন, তথ্যে ২২ জন, ট্যাক্সে ১৯ জন, কাস্টমসে ১৪ জন ও সমবায়ে ১৯ জন নিয়োগ দেওয়া হবে।

প্রার্থীকে ২০০ নম্বরের প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়েছে। পরীক্ষার সময় ছিল ২ ঘণ্টা। প্রার্থী প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য ১ নম্বর পাবেন। তবে ভুল উত্তর দিলে প্রতিটি ভুল উত্তরের জন্য প্রাপ্ত মোট নম্বর থেকে শূন্য দশমিক ৫০ নম্বর কাটা যাবে।

ফেসবুকে লাইক দিন