আজ সকাল ১০ টায় তালুকদার ভবনে বিটিএন টিমের উদ্যোগে অনুষ্ঠিত হল ইউটিউবে ইনকাম বিষয়ক এক কর্মশালা। দৈনিক ভোলার বানী পত্রিকার সম্পাদক মাকসুদুর রহমানের দিকনির্দেশনায় কর্মশালায় বেশ কয়েকটি বিষয় হাতে কলমে প্রশিক্ষন দেয়া হয়। কনটেন্ট নির্মান, ভিডিওগ্রাফি,উচ্চারনের বিশুদ্ধতা, ইউটিউবারদের সামাজিক দায়বদ্ধতা সহ আরো বেশ কয়েকটি বিষয় আলোচানা রাখেন বক্তারা। অনুষ্ঠানে প্রশিক্ষক হিসাবে দায়ীত্ত্ব পালন করেন ভোলার বিশিষ্ট সাংস্কৃতিক ব্যাক্তিত্ত্ব এস এম বাহাউদ্দিন ও আর্কিটেক্ট পারভেজ। জাবেদ মাহমুদ ফিরোজের সঞ্চালনায় ইউটিবারদের নিয়ে ভোলা জেলায় এটাই সর্বপ্রথম কর্মশালা। আয়োজকরা জানিয়েছেন ইউটিউবিং নিয়ে বিটিএন টিমস নানামূখি প্রশিক্ষন কর্মসূচি অভ্যাহত রাখবেন।